সাতক্ষীরায় ব্যবসায়ীর ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩ লাখ ৯৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) সদর উপজেলার কাশেমপুর ও লক্ষীদাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রফিকুল ইসলাম রফিক (২৭) ও আলিমুদ্দিন (৪২)।
আজ সোমবার দুপুরে সাতক্ষীরা পুলিশ সুপার মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি বলেন, ২৩ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় আরেক আসামি আরাফাত গতকাল আত্মসমর্পণ করেছে। এছাড়া বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে।
পুলিশ সুপার আরো জানান, গত বছর ১৯ ডিসেম্বর ভোমরা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক আমির হামজার মেসার্স মা ট্রেডার্সের কর্মচারী ওবায়দুল্লাহ সরদার ও শওকত হোসেন ইসলামী ব্যাংক থেকে ২৩ লাখ ৩৮ হাজার ৫০০ টাকা উত্তোলন করে। পরে ভোমরা যাবার পথে ঢালীপাড়া এলাকায় তাদের থেকে টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতিকারীরা। এসময় তাদের হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। ঘটনাস্থল থেকে মেহেদী হাসান মুন্না নামের এক ছিনতাইকারীকে ধরে ফেলে স্থানীয় জনগণ। তাকে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে মূল মাস্টারমাইন্ড সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/মুসা