রাজবাড়ীতে জেলা যুবদলের নেতাকর্মীদের ওপর গুলি ও হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে রাজবাড়ী জেলা যুবদলের আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বেলা ১২টায় জেলা যুবদলের সহস্রাধিক নেতাকর্মী শহরের পান্না চত্ত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহীদ স্মৃতি চত্ত্বর হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মো. খায়রুল আনাম বকুলের সভাপতিত্বে যুবদলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবন্দ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘সম্প্রতি রাজবাড়ীর পাংশা উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আরিফুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়। সন্ত্রাসীদের গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে যুবদলের কর্মী মনিরুল গুলিবিদ্ধ হয়। এদিকে রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের যুগ্ন আহ্বায়ক রতন সরদার গুলিবিদ্ধ হয়ে গোয়ালন্দ হাসপাতালে ভর্তি হয়।’
বক্তারা আরও বলেন, ‘গুলির পাশাপাশি সদর উপজেলার বরাট ইউনিয়নের যুবদলের নেতা সুমন ও গোয়ালন্দ উপজেলা যুবদলের সদস্য সচিব বকুলের বাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা। এসব সন্ত্রাসীরা আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে অপরাধমূলক কাজ করে যাচ্ছে। একের পর এক ঘটনা ঘটলেও প্রশাসন ও জেলা পুলিশ সেভাবে ব্যবস্থা নেয়নি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘ছাত্রলীগে’র নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। সম্প্রতি তারা শহরে মিছিল করেছে।’
দ্রুত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।
বিডি প্রতিদিন/জামশেদ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        