কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মন্নারা উত্তর বাজার চৌরাস্তার মোড়ে দ্রুতগামী মাটিভর্তি ট্রাক ও ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে দুইটি দোকানে ঢুকে পড়ে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। প্রথমে উপজেলার দুপাচ্চর গ্রামের আব্দুল মমিনের কনফেকশনারী দোকানে মাটি ভর্তি ট্রাকটি ঢুকে যায় এতে দোকানে থাকা জিনিসপত্র ভেঙ্গে যায়। এসময় অপর দিক থেকে আশা ইট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে বিসমিল্লাহ মেটাল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ দোকানে ঢুকে যায়। এতে দোকানটি ভেঙ্গে যায়।
পরবর্তীতে নাঙ্গলকোট থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে। কনফেকশনারী দোকান মালিক আব্দুল মমিন বলেন, আমি সকালে এসে দোকানের মালামাল গুছিয়ে ক্যাশে বসে ছিলাম, হঠাৎ দক্ষিণ দিক থেকে দ্রুতগামী একটি মাটিবাহী ট্রাক আমার দোকানে ঢুকে আমার গ্যালারি ও সকল জিনিসপত্র ভেঙ্গে ফেলে। আমি সাথে সাথে অজ্ঞান হয়ে যাই।
ট্রাক্টর মালিক ইউসুফ বলেন, আমার ইট ভর্তি ট্রাক্টর ড্রাইভার কবিরের কোনো দোষ নাই। মাটি ভর্তি ট্রাকটি ধাক্কা দেয়ায় ট্রাক্টরটি ছিঁটকে দোকানে ঢুকে পড়ে।
নাঙ্গলকোট থানা অফিসার ইনর্চাজ এ.কে ফজলুল হক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কোন গাড়ি জব্দ করা হয়নি। স্থানীয় ভাবে মিমাংসা করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল