ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের কার্যনির্বাহী ও আজীবন সদস্য এবং দৈনিক আজকের ময়মনসিংহ পত্রিকার ভালুকা প্রতিনিধি হাদিকুর রহমান হাদিস (৫৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। পরিবারে তার স্ত্রী এবং দুই ছেলে আছে।
শুক্রবার বাদ জুমা ভালুকা উপজেলা পরিষদ চত্ত্বরে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ তার পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে। মরহুম হাদিকুর রহমান হাদিসের মৃত্যুতে ভালুকা প্রেসক্লাব পরিবার শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
বিডি প্রতিদিন/এএ