ফরিদপুরের নগরকান্দার রামনগর ইউনিয়নের কৃষ্ণারডাঙ্গী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়ন ও নবগঠিত ম্যানেজিং কমিটির বরণ অনুষ্ঠান হয়েছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) বেলা ১১ টার দিকে বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি আরপিএইচ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. হানিফ মন্ডলকে ফুল দিয়ে বরণ করে নেয় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাবেক শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
এরপর বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাসুদ মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মো. হানিফ মন্ডল।
বিদ্যালয়ের শিক্ষক খোরশেদ আলমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মদন গোপাল সাহা ও সুকুমার চন্দ্র সাহা, গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক প্রশান্ত সাহা, বিদ্যালয়ের সাবেক ছাত্র অধ্যাপক ড. খলিলুর রহমান, নূর মো. টগর, শামসুল আলম বাবলু, ইউসুফ আলী মন্ডল, রামনগর ইউনিয়ন জামায়াত ইসলামের আমির আক্তার হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কাইমদ্দিন মন্ডল, ভাঙ্গা মহিলা কলেজের শিক্ষক অজয় দাস, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ব্যবসায়ী মো. এনামুল হক, সেলিম জাবেদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, রামনগর ইউনিয়ন পরিষদের সদস্য হারেজ প্রামাণিক প্রমুখ।
বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসীকে দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান। বিদ্যালয়ের অতীত গৌরব ফিরিয়ে এনে ফরিদপুর জেলার মধ্যে অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে রূপ দেওয়ার আহ্বান জানান।
ম্যানেজিং কমিটির সভাপতি মো. হানিফ মন্ডল বলেন, আমি সর্বোচ্চ শ্রম দিয়ে দায়িত্বশীলতার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করবো। বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে সবার সহযোগিতা কামনা করি।
অনুষ্ঠানে নবগঠিত কমিটির সভাপতিসহ শিক্ষক প্রতিনিধি মো. সাইদুল ইসলাম, অভিভাবক সদস্য মো. আবুল কালাম আজাদকে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী ক্রেষ্ট ও ফুল দিয়ে বরণ করে নেয়।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের নবগঠিত কমিটির সভাপতি মো. হানিফ মন্ডলের পক্ষ থেকে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও উপস্থিত সবাইকে মিষ্টি দিয়ে আপ্যায়ন করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ