কক্সবাজারের কুতুবদিয়ায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে ২ হাজার ৩৯০ জন মৃত ভোটারের তথ্য শনাক্ত করেছে উপজেলা নির্বাচন অধিদপ্তর। তারা বর্তমান ভোটার তালিকা থেকে বাদ পড়বেন।
এছাড়াও গত সোমবার হালনাগাদের শেষ সময় পর্যন্ত ৫ হাজার ৫৯৯ জন নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা নির্বাচন অধিদপ্তরের কর্মকর্তা নুরুল ইসলাম।
উপজেলা নির্বাচন অধিদপ্তরের কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, এ হালনাগাদে তথ্য সংগ্রহের কাজ শেষ। নতুন ভাবে ভোটারের আবেদন গ্রহণ করা হবে না। কারণ আবেদনের বিষয়গুলো যাচাই-বাছাইয়ের বিধান রয়েছে।
এর আগে সর্বশেষ ২০২২ সালে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছিল।
বিডি প্রতিদিন/মুসা