কুষ্টিয়া সদর উপজেলার বেলঘড়িয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকালে ওই এলাকার প্রধান ও মিয়াজী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে।
ঘটনাস্থল পরিদর্শন গিয়ে কুষ্টিয়া মডেল থানার এস আই স্বপন কুমার মন্ডল জানান, সরকারি বরাদ্দের ৩ একর সম্পত্তির বড় একটি অংশ এতদিন নুরুলদের দখলে ছিল। সম্প্রতি ওই সম্পত্তি একই এলাকার আলমগীর-ইউসুফদের পক্ষে আদালতের রায় হয়। রায় অনুযায়ী মঙ্গলবার সকালে আলমগীর ইউসুফ ও আরিফ জমির দখল বুঝে নিতে গেলে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে ৮ জন আহত হয়ে বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহতদের মধ্যে প্রধান গোষ্ঠীর পক্ষে বুড়িমারা গ্রামের মনু হোসেনের স্ত্রী স্বপ্না খাতুন, আলাল প্রধান, মনির হোসাইন ও নুরুল এবং মিয়াজী গোষ্ঠীর আরিফ হোসেন, আমিরুজ্জান মিয়াজি, আলমগীর ও ইউসুফ আলীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেহাবুর রহমান শিহাব জানান, জমির দখল নিয়ে দুইপক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুইপক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কোনও পক্ষই কোনও লিখিত অভিযোগ জমা দেয়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ