বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং কাহালু-নন্দীগ্রামের সাবেক এমপি মোশারফ হোসেন বলেছেন, শুধু ৭১ না ছাত্র-ছাত্রীরা দেশের যে কোন দুযোর্গকালীন সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তারা ২০২৪ সালের ৫ই আগস্টও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীরা রাস্তায় দাঁড়িয়ে দেশ স্বাধীন করেছে।
আজ মঙ্গলবার বগুড়ার কাহালু উপজেলার মুরইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিক্ষা ও মেধা থাকলে মানুষ যে কোন জায়গায় কাজ করতে পারে জানিয়ে সাবেক এমপি বলেন, দেশকে এগিয়ে নিতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার বিকল্প নেই। ইনশাআল্লাহ এই ছাত্ররাই আগামীতে দেশের নেতৃত্ব দিবে। এজন্য ছাত্র-ছাত্রীদের সুশিক্ষা অর্জন করতে হবে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কাহালু উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আরাফাত