নাটোরের গুরুদাসপুর উপজেলাধীন বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস খাদে পড়ে আল মামুন (২৬) নামের একজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কাছিকাটা টোলপ্লাজার ১০ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আল মামুন নাটোর সদর উপজেলার বড়বাড়িয়া লক্ষীপুর গ্রামের মৃত ওছিম উদ্দিনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বলেন, চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী স্পেশাল বাস বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের ১০ নম্বর ব্রীজ এলাকায় পৌঁছালে ঢাকা থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আল মামুনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এএম