সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি নির্মানাধীন সাততলা ভবন থেকে পড়ে গিয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরের শ্যামলীপাড়া এলাকায় নির্মানাধীন উল্লাপাড়া প্লাজায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- উপজেলার পুর্নিমাগাতি ইউনিয়নের ফলিয়া গ্রামের রমজান আলীর ছেলে মাসুদ রানা (৪০) ও পৌর এলাকার এনায়েতপুর গুচ্ছ গ্রামের বাসিন্দা খাদেম আলী (৪৫)।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত ) নিয়ামুল হক জানান, ৭ তলা ভবনে নির্মান কাজ করার সময় দুই ¤্রমিক রশি ছিড়ে মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাসুদ রানার মৃত্যু হয়। আহত অবস্থায় খাদেম আলীকে স্থানীয়রা উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে সেও মারা যায়। তিনি আরো জানানম, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনরা বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি।
বিডি প্রতিদিন/এএম
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        