রংপুরের পীরগঞ্জে সেচ পাম্পের ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসান মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোরে পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের তাতারপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসান একই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় কৃষক আফজাল হোসেন ভোরে ধানের জমিতে সেচ দিতে সেচ পাম্প ঘরে আসেন। সেখানে দেখতে পান তার নিজ সেচ মোটরের বৈদ্যুতিক তারের সাথে যুবক হাসান জড়িয়ে রয়েছে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসানের লাশ উদ্ধার করে।
পীরগঞ্জ থানার ওসি এম এ ফারুক বলেন, ধারণা করা হচ্ছে সেচ মোটর চুরি করতে এসে তার মৃত্যু হয়েছে। হাসানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ