নারী কৃষকদের অংশগ্রহণে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় বুট ক্যাম্পিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টায় হোটেল খান প্যালেস অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা স্ট্রীট চাইল্ড’র গেটস ফাউন্ডেশনের সহযোগিতায় আভাস এটির আয়োজন করে। এতে উপজেলার ৩৫ জন নারী কৃষক অংশগ্রহণ করেন।
এ কর্মশালার সভাপতিত্ব করেন আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল। প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা কৃষি অফিসার আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিপির উপজেলা সহকারী পরিচালক আসাদুজ্জামান, এনজিও রাসিন’র নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্ট্রীট চাইল্ডের কান্ট্রি লিড ইমতিয়াজ রিদয়, আভাস কেয়ার ফর উইমেন প্রকল্প ফোকাল ও পরিচালক ফান্ড রাইজিংয়ের জহুরুল হাসান তালুকদার, প্রকল্প ম্যানেজার মো. এনামুল হক, কোস্ট ফাউন্ডেশনের অ্যাডভোকেসি এন্ড লিয়াযো অফিসার মো. ইউনুস।
বক্তারা নারী কৃষকদের জীবিকায় উন্নতি সাধনের পাশাপাশি বুট ক্যাম্প থেকে উদ্ভাবিত ধারণাগুলোর বাস্তব প্রয়োগ, জলবায়ু সহনশীল কৃষি ও শ্রম সাশ্রয়ী প্রযুক্তি বাস্তবায়ন করা নিয়ে আলোচনা করেন।
বিডি প্রতিদিন/এমআই