নেত্রকোনার কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার রাতে হামলার ঘটনায় আহত যুবককে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রবিবার (১৮মে) ময়নাতদন্ত শেষে বিকালে কেন্দুয়ায় লাশ নিয়ে আসেন স্বজনরা। নিহত যুবক আবুল কালাম কেন্দুয়া পৌরশহরের আইথর গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আইথর গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে হান্নানের সাথে তার ফুফাতো ভাই একই উপজেলার কান্দিউড়া ইউনিয়নের হেকিমের ছেলে আজিজুলের ওয়ারিশের জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছিলো। এরই জেরে শনিবার সন্ধ্যায় স্থানীয় লোকজন সঙ্গে নিয়ে আজিজুল হান্নানের বাড়িতে গেলে বাকবিতন্ডা শুরু হয়। বাকবিতন্ডার একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আজিজুল হান্নানের খালাতো ভাই আবুল কালামের গোয়ালঘরের গরু ছেড়ে দিয়ে চলে যান। পরে রাত ৮টার দিকে গ্রামের সেনবাড়ি মোড়ে আবুল কালামের সঙ্গে আজিজুল ও তার লোকজনের বাকবিতন্ডার এক পর্যায়ে কালামের উপর প্রতিপক্ষের লোকজন হামলা করে।
এসময় স্থানীয়রা আহতকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাত ১২টার পর চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আবুল কালাম।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে একাধিকবার ফোনের পর কল রিসিভ করে জানান তিনি জেলা শহরে জজ আদালতে মিটিংয়ে রয়েছেন। লাশ আনা হয়েছে কিনা বলতে পারছেন না।
বিডি প্রতিদিন/এএম