স্থলবন্দর দিয়ে বাংলাদেশের ৬টি পণ্য আমদানি বন্ধ রাখার মাঝে এবার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ রেখেছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। তবে মাছ রপ্তানি বন্ধের সাথে ভারতের নিষেধাজ্ঞার কোন সম্পর্ক নেই বলে জানিয়েছেন রপ্তানিকারকরা।
বন্দরের মৎস্য রপ্তানিকারক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া আজ বুধবার মাছ রপ্তানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাদের এক্সপোর্ট পারমিট (ইএসপি) জটিলতার কারণে আমরা এ পথে আগরতলায় মাছ রপ্তানি করতে পারছি না। তবে আশা করছি সমস্যা সমাধান হলে আগামীকাল থেকে আবারও মাছ রপ্তানি স্বাভাবিক হবে।
জানা যায়, প্রতিদিন গড়ে এক লক্ষ ডলারের (৩৫-৪০ মেট্রিক টন) মাছ ভারতে রপ্তানি করা হয়।
এদিকে ভারত সরকার হঠাৎ করে বাংলাদেশ থেকে স্থলপথে ছয়টি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতমুখী রপ্তানি বাণিজ্য কমে গেছে।
আখাউড়া স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে বন্দর দিয়ে ভারতে ৪২৭ কোটি ৮৮ লাখ ৭২ হাজার ৪৩০ টাকার পণ্য রপ্তানি হয়। আর চলতি অর্থবছরে গেলো এপ্রিল পর্যন্ত রপ্তানি হয় ৪৫৩ কোটি ১ লাখ ৯৬ হাজার ৭৯৩ টাকার পণ্য। রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে হিমায়িত মাছ, রড, সিমেন্ট, প্লাস্টিক, ভোজ্য তেল, তুলা, প্রক্রিয়াজাত খাবার, মেলামাইন সামগ্রী ও শুটকি।
স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বলেন, আজকে সকাল থেকে মাছের কোন গাড়ি বন্দরে আসেনি।
প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন বরফায়িত মাছ, সিমেন্ট, ভোজ্য তেল, প্লাস্টিক, খাদ্য সামগ্রীসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায় যায়।
বিডি প্রতিদিন/জামশেদ