সিরাজগঞ্জের সলঙ্গায় আরাফাত হোসেন (৪০) নামে এক হোটেল কর্মচারীকে ইট দিয়ে থেতলিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ হাটিকুমরুল গোলচত্বর এলাকার হাইওয়ে রেস্ট হাউজের পিছনের ফাঁকা জায়গায় থেকে তার মরদেহ উদ্ধার করে। নিহত আরাফাত ফরিদুপুর জেলার বাসিন্দা হলেও সে সলঙ্গা থানার চড়িয়া কালিবাড়ি এলাকার সিল্কসিটি হোটেলের কর্মচারী হিসেবে কর্মরত ছিল।
সলঙ্গা থানার এস.আই পুলক সরকার জানান, ঢাকায় পোশাক কারখানায় চাকুরীর সুবাদে এক নারীকে বিয়ে করে আরাফাত সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় শুশুরবাড়ীতে বসবাস করত। একই সাথে কালিবাড়ি এলাকার সিল্কসিটি হোটেলের কর্মচারী হিসেবে কাজ করত। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে হোটেলে কাজ করার কথা বলে শ্বশুর বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে হাইওয়ে রেস্ট হাউজের পিছনের ফাঁকা জায়গায় থেকে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে সংবাদ দেয়। সংবাদ পেয়ে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরো জানান, নিহতের মুখ মন্ডল ইট দিয়ে থেতলে দেওয়া হয়েছে। তবে কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। এ ঘটনায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম