ঢাকায় আগামী ২৮ মে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হতে যাওয়া সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে কিশোরগঞ্জ জেলা যুবদল।
শুক্রবার বিকেলে জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল ময়মনসিংহ বিভাগের সমন্বয়ক মো. সাইদুর রহমান।
সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ। এতে বিশেষ অতিথি ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির ময়মনসিংহ বিভাগের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও যুবদল ময়মনসিংহ বিভাগের সহ-সমন্বয়ক জোবায়েদ হোসেন শাকিল এবং যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও যুবদল ময়মনসিংহ বিভাগের সহ-সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ জালাল খান মনন।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনের সঞ্চালনায় সভায় জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহীন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্ণেল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা কিশোরগঞ্জ থেকে যুবদলের সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী ঢাকায় তারুণ্যের সমাবেশে যোগদান করার প্রত্যাশা ব্যক্ত করেন। নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে মাঠপর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় জেলা নেতৃবৃন্দ ছাড়াও ১৩টি উপজেলা ও আটটি পৌর শাখার নেতাকর্মীরা অংশ নেন।
‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার ও তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঢাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/কেএ