দিনাজপুরের চারটি উপজেলায় অভিযান চালিয়ে ২৩ জন আওয়ামী লীগের নেতা-কর্মীসহ মোট ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত রাতে পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। শনিবার দিনাজপুর আদালতে তাদের সোপর্দ করে পুলিশ।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মহিব্বুল এই তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে ফুলবাড়ীর বিভিন্ন স্থান থেকে দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডলসহ আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীর ৫ জনকে আটক করা হয়েছে। গত ৪ ফেব্রুয়ারি উপজেলা বিএনপির মিছিলে ককটেল হামলার মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার দেখানো হয়।
নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফিরোজ কবির চৌধুরী ওরফে প্রিন্সসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ জনকে আটক করা হয়েছে। একই সাথে পূর্বের মামলার গ্রেফতারি পরোয়ানার মূলে ২ জনকে আটক করা হয়।
ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হক জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে ঘোড়াঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনারুল ইসলাম ও ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. দিলজার রহমানকে গ্রেফতার করা হয়েছে। গত বছরের ২৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও পেট্রলবোমা হামলার অভিযোগে ঘোড়াঘাট পৌর ছাত্রদলের সদস্য সহিদ শেখ বাদী হয়ে মামলা করা হয়।
কোতোয়ালি থানার ওসি মো. ফরিদ হোসেন জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আসামি দিনাজপুর পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মোকছেদুর রহমান শাহজাদাসহ বিভিন্ন পর্যায়ের ১০ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল