রাজশাহীর বাগমারায় কোরবানির গরু হাটে নেওয়ার পথে ভটভটি উল্টে সাজেদুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। শনিবার সকালে উপজেলার তাহেরপুর পৌরসভার বাছিয়াপাড়া বৃন্দাবন তলা গ্রামের কালীবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাজেদুল ইসলাম রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের মোকছেদ আলীর ছেলে। এছাড়া তিনি গোপালপুর বাজারে একজন মুদি ব্যবসায়ী। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, একই গ্রামের সাইফুল ইসলাম (৩৩) ও বাগমারার কাজীপুর গ্রামের আবদুল কুদ্দুস (৩০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, তারা তিনজনই কোরবানির গরু বিক্রির জন্য নিজ নিজ এলাকা থেকে একটি ভটভটি যোগে বগুড়ার ধাপেরহাটের দিকে যাচ্ছিলেন। পথে তাহেরপুর কালীবাড়ি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি উল্টে যায়।
এ সময় সাজেদুল ইসলাম গাড়ির নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাহেরপুরপর একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আবদুল কুদ্দুসকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সাইফুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত (ওসি) তৌহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার পর ভটভটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহত যুবকের বাড়ি দুর্গাপুরে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। দুপুর ১২টার দিকে দাফন সম্পন্ন হয়েছে।