ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাসেল খাদেম (৪৩) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী ব্যক্তির ৫ দিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি পৌরশহরের মসজিদ পাড়ার মৃত কাজী হুমায়ুন খাদেমের পুত্র।
নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় নিজ বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি রাসেল। তিনি শ্বাসকষ্টজনিত রোগে ভুগছেন। নাম-ঠিকানা বলতে পারেন না। তার গায়ের রং কালো, স্বাস্থ্য মোটামুটি ভালো। এ ব্যাপারে আখাউড়া থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে ( নং ৯২৫)।
নিখোঁজ রাসেল খাদেমের ছোট ভাই রুবেল খাদেম বলেন, আমার ভাই মানসিক বুদ্ধি প্রতিবন্ধী। সোমবার সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি। আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েছি। কোথাও কোনো সন্ধান পাইনি। কোনো হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পরিবারকে জানানোর জন্য অনুরোধ করছি।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন বলেন, নিখোঁজ ব্যক্তির সন্ধান পেতে পুলিশ কাজ করছে।
বিডিপ্রতিদিন/কবিরুল