ময়মনসংহ বিভাগে আইন শৃংখলা বিবেচনায় শ্রেষ্ঠ জেলা শেরপুর ও শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ময়মনসিংহ রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় রেঞ্জাধীন জেলাসমূহের মধ্যে সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে এমন মুল্যায়ন করা হয়েছে। আজ ২৪ মে শনিবার দুপুরের দিকে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সম্মেলন কক্ষে রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়ার সভাপতিত্বে আয়োজিত রেঞ্জের এপ্রিল মাসের অপরাধ পর্যালোচনা সভায় ওই তথ্য জানানো হয়।
অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক আইন-শৃঙ্খলা, আভিযানিক সাফল্য, জন-গ্রহণযোগ্যতা,আদালতের গ্রেফতার তামিল এবং অভিন্ন মানদন্ডের উপর ভিত্তি করে রেঞ্জের জেলাসমূহের মধ্যে এপ্রিল মাসের সামগ্রিক কর্ম মূল্যায়নের ভিত্তিতে ‘শ্রেষ্ঠ জেলা’ ও ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে পুরস্কার লাভ করে শেরপুর জেলা পুলিশ। পরে রেঞ্জ ডিআইজির কাছ থেকে সম্মানজনক স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। ওই সময় রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ ও রেঞ্জাধীন জেলার পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।
প্রতিক্রিয়ায় শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম বলেন, ৫ আগস্ট পরবর্তী ভেঙ্গে পড়া শেরপুরের পুলিশের মনোবল ঠিক করতে অনেকটা সময় লেগেছে। আগামীতে দায়িত্বশীলতার সাথে শেরপুর জেলা পুলিশ আরও ভাল পারফরমেন্স করবে।