ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কুন্ডা গ্রামে এই ঘটনা ঘটে। মৃত শিশুরা হলেন তাছকিয়া বেগম (৩)ও তারা নুর(৩)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
তাছকিয়া উপজেলার কুন্ডা গ্রামের মাফিকুল মিয়ার মেয়ে আর তারানূর হলেন উপজেলার ধানতলিয়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়,তারানূর গত শুক্রবার বিকালে উপজেলার কুন্ডা গ্রামে ফুফার বাড়ীতে বেড়াতে আসে। শনিবার দুপুরে তাছকিয়া ও তারা নুর বাড়ির উঠানে খেলা করছিল।খেলতে খেলতে তারা হঠাৎ বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আলম জানান, ঘটনাসথলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/এএম