ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের মকরমপট্টি গ্রামের ইতালি প্রবাসী লিটন মাতুব্বরের বাড়ির দোতলা ভবনের প্রতিটি কক্ষে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় মালামাল লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ইতালি প্রবাসী লিটন মাতুব্বরের স্ত্রী হিরা আক্তার বলেন, আমার স্বামী ইতালি প্রবাসী। শুক্রবার দিবাগত রাত একটার দিকে আমাদের বাড়িতে জানালার গ্রিল কেটে ৩০/৪০ জন লোক ঘরে ঢুকে দুই নারীকে জিম্মি করে দোতলা বাড়ির প্রত্যেক কক্ষের আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুটপাট করে। এ সময় ঘরে থাকা ৬০ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র, জমির দলিল, চাল, ডালসহ জিনিসপত্র নিয়ে যায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ভাঙচুরের ঘটনা ঘটেছে। থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই