বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া বলেছেন, নতুন করে একটি চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়েছে। ত্রি-মুখী চক্রান্ত। সবাইকে সজাগ থাকতে হবে।
শনিবার বিকালে লক্ষ্মীপুর সদরের রসুলগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন পরিদর্শনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশকে নিয়ে নতুন একটি খেলা শুরু হয়েছে। ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র-চক্রান্ত মোকাবিলা করতে হবে, যাতে আগামী দিনে আমরা অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি। সে লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। কোথায় কে কী করলো, তা আমাদের জানার বিষয় নয়।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাভোগ করেছেন। তিনি আপোষ করেননি। হাসিনার বিরুদ্ধে কথা বলেছেন। অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল করিম ভূঁইয়া মিজান, জেলা কৃষকদলের সভাপতি মাহবুবুল আলম মামুন, জামাল উদ্দিন প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল