বরিশালের উজিরপুরে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার সাতলা ব্রিজ এলাকার নিজ ঘর থেকে নারীর লাশ উদ্ধার করা হয়। ওই নারী হলেন- মনোনয়ারা বেগম (৪৫)। সে উপজেলার সাতলা নয়াপাড়া এলাকার মৃত সালাম বালির স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে তার কিশোরী কন্যা ঘর থেকে বেরিয়ে রাস্তায় যায়। ৯টার দিকে ফিরে এসে ঘরের দরজা আটকানো অবস্থায় পায়। পরে প্রতিবেশিদের সহায়তায় দরজা খুলে ভিতরে প্রবেশ করে মনোয়ারাকে কাঠের আড়ার সাথে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পেয়েছে। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয়রা জানান, মনোয়ারা তার দুই ছেলেকে বিদেশে পাঠাতে অনেক টাকা ঋন করেছেন। এ নিয়ে পারিবারিক কলহে জেরে আত্মহত্যা করেছে সে।
উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি প্রতিদিন/এএম