৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা আন্দোলনে নেমেছেন। আজ বুধবার সকাল থেকে সারাদেশের সাথে ভোলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা কালোব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন করছেন।
আন্দোলনরত কর্রামচারীরা জানান, তাদের বেতন কম হওয়ায় বিগত কয়েক বছর ধরে তারা ৫০ শতাংশ উৎসব ভাতা পেয়ে আসছেন।
দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে এবার শিক্ষকদের উৎসব ভাতা ২৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে। কিন্তু তাদের উৎসব ভাতা বাড়ানো হয়নি। আগের মতো ৫০% রয়ে গেছে। তাই তাদের উৎসব ভাতা ২৫% বাড়িয়ে ৫০% এর পরিবর্তে ৭৫% করা হোক।
বিডি প্রতিদিন/হিমেল