রংপুরের কাউনিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের হাসুয়ার আঘাতে জ্যাঠাতো ভাই মাসুদার রহমান (৪৫) নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি রাত ১০টায় কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
মাসুদার রহমান উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলা বাজার এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে।
নিহতের ভাই মামুনুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে বাড়ি ভিটার ৮ শতক জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। ঘটনার দিন শুক্রবার সন্ধ্যায় আব্দুল লতিফ তার দলবল নিয়ে বিরোধপূর্ণ জমিতে ঘর উঠাতে আসলে মাসুদার রহমান বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আব্দুল লতিফের ছেলে সাইফুল ইসলামের হাতে থাকা হাসুয়া দিয়ে মাসুদার রহমানের ঘাড়ে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাউনিয়া থানার ওসি আব্দুল লতিফ শাহ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
বিডি প্রতিদিন/এএ