মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শিরাজনিত শারীরিক সমস্যা ধরা পড়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। তার হাতে কালশিটে দাগের ছবি নিয়ে নানা জল্পনার পর এই তথ্য প্রকাশ করা হলো। তবে এটি বিপজ্জনক নয় বলেও জানানো হয়েছে।
পায়ে ফোলাভাব দেখা দেওয়ার পর ট্রাম্প একটি বিস্তৃত পরীক্ষা করিয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট।
এদিকে ডোনাল্ড ট্রাম্প নিজেকে সবচেয়ে সুস্থ প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেছেন। তার যে সমস্যা দেখা দিয়েছে এতে করে পায়ের শিরাগুলো হৃদযন্ত্রে রক্ত পাম্প করতে ব্যর্থ হয়। ফলে পা ফুলে যেতে থাকে।
টেক্সাস বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মেরি লোগান বলেছেন, শিরা এবং ভালভ রক্তকে পা থেকে উপরে নিয়ে যায়। যখন শিরা ও ভালভগুলো কাজ করে না তখন রক্ত উল্টো দিকে চলে যায়।
এদিকে হোয়াইট হাউসের চিকিৎসক শন বারবেলা জানিয়েছেন, এ বয়সীদের জন্য এ ধরনের সমস্যা উদ্বেজনক নয়। তিনি বলেছেন, ট্রাম্প সুস্থ আছেন। ১৩ জুলাই ফিফার বিশ্বকাপ ফাইনালের সময় ফটোগ্রাফাররা ট্রাম্পের ফোলা পায়ের ছবি তোলেন।
এ সপ্তাহের শুরুতে বাহরাইনের প্রধানমন্ত্রী সালমান বিন হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে করমর্দনের সময় তার হাতে কালশিটে দাগ দেখা যায়, যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সূত্র: বিবিসি, আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ