বগুড়ায় বাড়িতে ঢুকে দাদিশাশুড়ী ও নাতবউকে গলা কেটে হত্যার ঘটনায় অভিযুক্ত সৈকত হাসানের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
শুক্রবার বিকেলে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকা থেকে শহরের তিনমাথা এলাকায় বিক্ষোভ করেন তারা। পরে সেখান থেকে মিছিল নিয়ে শহরের সাতমাথায় মানববন্ধন করেন।
বক্তারা বলেন, গত ১৬ জুলাই রাতে শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকায় বসত বাড়িতে ঢুকে দাদিশ্বাশুড়ি ও নাতবউকে গলা কেটে হত্যা করেন সৈকত। বিনা কারণে তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা হত্যা কারির ফাঁসি চাই। আসামি সৈকতকে বিচারের আওতায় এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। অন্যথায় আমরা আন্দোলন চালিয়ে যাবো। এছাড়া এই খুনের সঙ্গে আরও যারা জড়িত আছে তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমুলক শাস্তি দিতে হবে।
মানববন্ধনে নিহতদের পরিবারের সদস্য এনামুল হক, ইমান, রসুল, ইমু, খোকন, সালাম, বুলবুল ও পারভেজ বক্তব্য দেন। আরও বক্তব্য দেন এলাকাবাসী রঞ্জনা, সাজ্জাদ হোসেন পিন্টু, চাঁদ সুলতানা, শিরি, নাজমা, মালাসহ প্রমুখ।
উল্লেখ্য, বুধবার (১৬ জুলাই) রাত ৯টার দিকে বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ইসলামপুর হরিগাড়ী এলাকায় নৃশংস এই হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন-ইসলামপুর হরিগাড়ী এলাকার মৃত আব্দুল কুদ্দুস বুলুর স্ত্রী লাইলী বেওয়া (৮৩) এবং পারভেজ ইসলামের স্ত্রী হাবিবা ইয়াসমিন (২১)। সম্পর্কে তারা দাদিশাশুড়ি ও নাতবউ। একই ঘটনায় আহত হন এসএসসি পাস করা পারভেজ ইসলাম এর ছোট বোন বন্যা আক্তার। হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান অভিযুক্ত সৈকত হাসানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর চারটার দিকে শহরের খান্দার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় ওই এলাকার পাশের ডোবা থেকে হত্যার কাজে ব্যবহত একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। গ্রেপ্তার সৈকত হাসান বগুড়া শহরের ইসলামপুর হরিগাড়ী এলাকার মো. সোহেল ইসলামের ছেলে।
বিডি প্রতিদিন/নাজিম