জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভোলায় ‘২৪ এর রঙে’ গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন টিম প্রতিযোগিতায় অংশ নেয়।
বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীরা ‘চেতনায় জুলাই’ গ্রাফিতি উপস্থাপন করে। এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা গবেষণা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী, প্রধান শিক্ষক একেএম ছালেহ উদ্দিন।
বিডিপ্রতিদিন/কবিরুল