'আমার চোখে জুলাই বিপ্লব' এই স্লোগানে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে কুড়িগ্রামের নাগেশ্বরীতে অনুষ্ঠিত হয়েছে একটি মাদকবিরোধী সমাবেশ। সোমবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সমাবেশের আয়োজন করে জেলা পরিষদ কুড়িগ্রাম ও স্থানীয় সরকার বিভাগ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা। সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদ।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, নাগেশ্বরী সরকারি কলেজের অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা এবং কুড়িগ্রাম পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হক।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা তার বক্তব্যে বলেন, 'শহীদদের আত্মত্যাগ তরুণদের অনুপ্রেরণা। তাদের স্মরণে মাদকবিরোধী সচেতনতা ছড়িয়ে দিতে হবে। তরুণ সমাজই পারে সমাজ পরিবর্তনে বড় ভূমিকা রাখতে।'
সমাবেশ শেষে কুড়িগ্রামের বিভিন্ন স্কুল ও কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে ছাতা বিতরণ করেন জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/মুসা