"টেকসই বাংলাদেশ বিনির্মাণে চাই যুববান্ধব রাষ্ট্রব্যবস্থা" প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে খাগড়াছড়িতে সচেতন নাগরিক কমিটি (সনাক) খাগড়াছড়ি শাখা দিনব্যাপী কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ে দিবসটিকে ঘিরে এসব আয়োজন করে।
আলোচনা সভায় সনাক সদস্য ভারপ্রাপ্ত সভাপতি বেলা রাণী দাশের সভাপতিত্ত্বে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেপোলিয়ান চাকমা, জাবারাং কল্যাণ সমিতি'র প্রোগ্রাম কর্মকর্তা বিদ্যুৎ জ্যোতি চাকমা, সনাক সদস্য শরৎ কান্তি চাকমা।
এসময় বক্তারা বলেন, টেকসই বাংলাদেশ বিনির্মাণে যুব শক্তিকে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তিতে রূপান্তরে কাজ করে যাচ্ছে খাগড়াছড়ি সনাক টিআইবি। এতে যুবকদের বিভিন্ন কর্ম দক্ষতাকে কাজে লাগিয়ে একদিকে যেমন যুবকরা মাদকাসক্ত সহ বিভিন্ন আসক্তি থেকে দূরে থাকবে অপরদিকে তারা কর্মক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।
দিনব্যাপী আয়োজনে সার্বিক সহযোগীতায় পরিচালনা করেন টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ আব্দুর রহমান।
বিডি প্রতিদিন/এএ