‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ এই পতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১২ আগস্ট (মঙ্গলবার) সকালে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সদর উপজেলার ভাতশালাস্থ যুব ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
ওইসময় তিনি বলেন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার চালিকাশক্তি হবে যুব সমাজ। সেলক্ষ্যে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকার যুবক-যুবতীদের উদ্যোক্তা ও আত্মনির্ভরশীল করে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন , জেলা পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম,জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহিন, জেলা জামাতের শুরা সদস্য জাকারিয়া মো: আব্দুল বাতেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপটি কো-অর্ডিনেটর অরুনাভ দেবনাথ। এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তর উপ পরিচালক মো: নুরুজ্জামান চৌধুরী।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত ৬ জন যুবক-যুবতীর মাঝে সনদপত্র বিতরণ ও ৬ জনের মাঝে আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষে যুব উন্নয়নের নিজস্ব তহবিল থেকে স্বল্প সুদে ৬ লক্ষ ৩০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়। এছাড়া ৩৬ জুলাই উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি, পোনামাছ অবমুক্তকরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এবং রক্তদান কর্মসূচি পালন করা হয়।
বিডি প্রতিদিন/এএ