খাগড়াছড়ি পৌর শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে শহরের শুটকি বাজার, পানবাজার, নিচের সবজি বাজার ও মসজিদ মার্কেট এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে থাকা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় তিনটি দোকানকে ছয় হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান ও নোমান ইবনে হাফিজ।
উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন খাগড়াছড়ি পৌর প্রশাসক নাজমুন আরা সুলতানা।
অভিযানে আরও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম, খাগড়াছড়ি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. ইউনুস এবং পুলিশের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/মুসা