বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে নানা কর্মসূচি। মঙ্গলবার (১৯ আগস্ট) দিনব্যাপী এই আয়োজনে ছিল পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, র্যালি ও সমাবেশ।
সকালে মাদারীপুরের একমাত্র বিনোদন কেন্দ্র শকুনি লেক এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রমের মধ্য দিয়ে শুরু হয় কর্মসূচি। স্বেচ্ছাসেবক দলের কর্মীরা লেকের চারপাশে ছড়িয়ে থাকা প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, পলিথিনসহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করেন। পরিবেশ রক্ষা ও লেকের সৌন্দর্য বাড়ানোর লক্ষ্যে তারা লেকের চারপাশে ৪০০ ফলজ ও বনজ গাছ রোপণ করেন।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ সরদার, ইলিয়াস মুন্সি ইরাদ, সাংগঠনিক সম্পাদক মিজান শিকদার, সহ-সাধারণ সম্পাদক মহিউদ্দিন দর্জীসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
নেতারা বলেন, প্রতিদিন হাজারো দর্শনার্থীর ভিড়ে মুখরিত থাকে শকুনি লেক এলাকা, অথচ দর্শনার্থীদের ফেলে যাওয়া ময়লায় পরিবেশ দিন দিন নষ্ট হচ্ছে। লেককে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাসেবক দলের এমন কার্যক্রম নিয়মিতভাবে চলবে।
এছাড়াও বিকেলে দলীয় কার্যালয়ের সামনে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিডি প্রতিদিন/মুসা