বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর গাজীপুর সদর উপজেলা শাখার ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. মুকুল মিয়া আহ্বায়ক ও মো. জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) গাজীপুর জেলা জাসাসের আহ্বায়ক শাহ এরশাদ ফকির ও ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান (দুখু) স্বাক্ষরিত দলীয় প্যাডে এই কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত আহ্বায়ক কমিটিকে আগামী তিন মাসের মধ্যে কর্মীসভার মাধ্যমে সকল ইউনিটের কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ঘোষিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটিতে ৯ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৩০ জনকে সদস্য রাখা হয়েছে।
গাজীপুর সদর উপজেলা জাসাসের নতুন আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম বাচ্চু ও গাজীপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আবু তাহের মুসল্লী ও সদস্য সচিব আলহাজ্ব মো. আবু বক্কর সিদ্দিক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন