মোংলায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত এ অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, ইসলামী ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার আবু হুরায়রা ও প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব হাসান। এ অবহিতকরণ সভায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়নে সোমবার থেকে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে ধারাবাহিকভাবে পৃথক পৃথক অবহিতকরণ ও উদ্ভু উদ্বুদ্ধকরণ সভা করে আসছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন।
তিনি বলেন, টাইফয়েড টিকা গ্রহণকারীদের প্রত্যেককে আলাদা আলাদাভাবে ওয়েবসাইটে নিবন্ধন (www.vaxepi.gov.bd) করতে হবে। এতে প্রয়োজন হবে শুধু জন্ম নিবন্ধন সনদ।
তিনি আরও বলেন, পৌরসভা ও উপজেলার ৩৬৩টি কেন্দ্রের মাধ্যমে মোট ৩১ হাজার ২৬৩ শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেয়া হবে। এ টিকাদান কার্যক্রম চলবে ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।
বিডি প্রতিদিন/জামশেদ