নাটোর পৌরসভার ২নং ওয়ার্ডের কয়েকটি মহল্লায় হঠাৎ ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। ডায়রিয়া আক্রান্ত রোগীদের জন্য চিকিৎসক দল ও প্রয়োজনীয় ওষুধ পাঠিয়েছে জিয়াউর রহমান ফাউন্ডেশন।
ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমানের সিদ্ধান্তক্রমে নাটোরে ডায়রিয়ার প্রকোপ মোকাবেলায় ডা. গালিব হাসানের নেতৃত্বে ডাক্তার ও মেডিকেল টেকনোলজিস্টসহ ১০ সদস্যের একটি বিশেষ মেডিকেল টিম পাঠানো হয়। শনিবার দুপুর ১২টার দিকে নাটোর ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে পৌঁছে বিভিন্ন ওয়ার্ডে ডায়রিয়ার রোগীদের খোঁজখবর নেয়।
এ সময় জেলার সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য ও মেডিকেল অফিসার ডা. রেদোয়ান ফেরদৌস, ডা. ওয়াফি ইসলাম, ডা. কল্যাণময় দেব দীপ (শিশু বিশেষজ্ঞ) এবং মেডিকেল টেকনোলজিস্ট মামুনুর রশীদ, মিজানুর রহমান, শেখ ফয়সাল এবং অসীম ঘোষ উপস্থিত ছিলেন।
আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, স্থানীয় সাংবাদিক ও বিএনপি নেতা নসিম উদ্দিন নাসিমসহ প্রমুখ।
পরে ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় ওষুধপত্র সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হয়। টিমটি নাটোর শহরের ঝাউতলা, ফুলবাগান প্রাথমিক স্কুল মাঠসহ বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। এসব ক্যাম্পে ডায়রিয়া আক্রান্ত ৪০০ জনকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধপত্র প্রদান করা হয়।
এছাড়া মেডিকেল টিমের সদস্যরা ডায়রিয়া আক্রান্ত এলাকায় গিয়ে পানি সংগ্রহ করে এবং সেখানে বসবাসকারীদের সাথে কথা বলেন। সংগৃহীত পানি নমুনা আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআর,বি-তে পাঠানো হবে বলে জানান টিমের সদস্যরা। পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে তা নাটোর জেলার সিভিল সার্জনের কাছে হস্তান্তর করা হবে।
ডায়রিয়া আক্রান্ত নাটোরের রোগীদের পাশে দাঁড়ানোর জন্য শহীদ জিয়াউর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান তারেক রহমান এবং সহ-সভাপতি ডা. জুবাইদা রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিডিপ্রতিদিন/কবিরুল