খাগড়াছড়িতে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
সকাল সাড়ে ১১টায় চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয় বর্ণাঢ্য আনন্দ র্যালি। এতে অংশ নেন পার্বত্য এলাকার নারীরা, যাঁরা ঐতিহ্যবাহী পোশাক পরে ও ধানের শীষের প্রতীক হাতে র্যালিকে প্রাণবন্ত করে তোলেন। র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেক কাটা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। মহিলা দলের খাগড়াছড়ি জেলা সভাপতি কুহেলী দেওয়ানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া।
তিনি বলেন, ‘স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, তবে এখনও দেশে তাদের দোসররা নানা ষড়যন্ত্র করে নৈরাজ্য সৃষ্টি করছে। বিএনপি তা কোনোভাবেই হতে দেবে না। সামনে নির্বাচন, আর সেই নির্বাচন বানচাল করতে নানা চক্রান্ত চলছে। সবাইকে সতর্ক থাকতে হবে।’
আলোচনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
সভায় আরও বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিঙ্কু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ রাজা, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি মারিয়ম আক্তার মনি, সহ-সভাপতি মিটুন রাণী ত্রিপুরা, জেলা মহিলা দলের যুগ্ন সম্পাদক আকলিমা খানম। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাছলিমা সিরাজ সিমা। প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/জামশেদ