বিভিন্ন সময়ে ভারতে অনুপ্রবেশকারী ১২ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের ৭৬নং মেইন পিলারের কাছে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে এদের হস্তান্তর করা হয়। হস্তান্তর করা বাংলাদেশিদের মধ্যে ৯ জন পুরুষ, দুইজন নারী ও একজন শিশু রয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, মঙ্গলবার ৬ বিজিবির দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফুল ইসলাম ও ৩২ বিএসএফ’র গেদে কোম্পানি কমান্ডার এ সি সুরন্দার সিংয়ের নেতৃত্বে পতাকা বৈঠক হয়।
বৈঠকে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করা ১২ বাংলাদেশিকে হস্তান্তর করে বিএসএফ। হস্তান্তর করা বাংলাদেশিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা বিভিন্ন সময়ে অবৈধপথে ভারতে গিয়েছিল।
বিডি প্রতিদিন/আরাফাত