“নতুন স্বপ্ন, নতুন দিন—দুর্নীতিকে বিদায় দিন” শ্লোগানে নীলফামারীতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। তিন বিভাগে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী ১৫ জন শিক্ষার্থীর হাতে সনদপত্র, মেডেল ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জেলা পরিষদ অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) রংপুর বিভাগের পরিচালক নূরুল হুদা। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের উপ-পরিচালক শাওন মিয়া, নীলফামারী জেলা শিক্ষা কার্যালয়ের সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াদুদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন দুপ্রক জেলা কমিটির সাধারণ সম্পাদক জুবেদ আলী রনি। এ সময় উপস্থিত ছিলেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বেলাল হোসেন, নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম।
প্রধান অতিথির বক্তব্যে দুদক পরিচালক নূরুল হুদা বলেন, “দুর্নীতিকে না বলতে হবে সব পর্যায় থেকে। শিক্ষা জীবন থেকেই এর চর্চা শুরু করতে হবে। শিক্ষা জীবনে একজন শিক্ষার্থী যদি দুর্নীতি প্রতিরোধের চেতনা ধারণ করতে পারে, তবে ভবিষ্যতে সে কখনো দুর্নীতিতে জড়াবে না।”
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, “শিক্ষার্থীরা দুর্নীতির বিরুদ্ধে সচেতন হলে ভবিষ্যতে সৎ প্রজন্ম গড়ে উঠবে। এ ধরনের প্রতিযোগিতা তাদের সচেতন করতে বড় ভূমিকা রাখবে।”
বিডি প্রতিদিন/আশিক