শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী চিন্তার বিকাশে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জ মডেল স্কুলে দিনব্যাপী বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার।
এসময় তিনি বলেন, কুসংস্কার মুক্ত হয়ে বিজ্ঞানমনস্ক জাতি গড়ে তুলতে হবে। যে জাতি তথ্যপ্রযুক্তিতে পিছিয়ে, তারা পৃথিবী অগ্রযাত্রা থেকে পিছিয়ে পড়ে। অ্যাকাডেমিক শিক্ষার বাইরে সৃজনশীলতা বাড়াতে শিক্ষার্থীদের বিজ্ঞান নিয়ে চর্চা ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নিজামউদ্দিন ভূঁইয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. মাইনউদ্দিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
মেলায় ১৫টি স্টলে তিন শতাধিক শিক্ষার্থী তাদের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন ও প্রজেক্ট তুলে ধরেন। তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রজেক্ট শিক্ষকসহ দর্শনার্থীদের মুগ্ধ করেন।
বিডি প্রতিদিন/কামাল