ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে দারুন নাজাত মহিলা মাদ্রাসায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নয়জন ছাত্রীসহ এক আয়া আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দারুন নাজাত মহিলা মাদ্রাসার শিক্ষক ক্বারি মোহাম্মদ আব্দুল্লাহ জানান, চারতলা ভবনের ছাদ থেকে একটি কাপড় নিচে পড়লে সেটি বিদ্যুতের তারে আটকে যায়। মাদ্রাসার আয়া আলেয়া বেগম (২২) জানালা দিয়ে একটি স্টিলের পাইপ দিয়ে কাপড়টি নামানোর চেষ্টা করেন। পাইপটি বিদ্যুতের তারে স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হন এবং আগুনের ফুলকি ছড়িয়ে পড়লে পাশের কক্ষে থাকা নয়জন ছাত্রী দগ্ধ হয়।
আহতদের মধ্যে রয়েছে রওজা আক্তার (১০), নূসরাত (১১), আফরিন আক্তার (১৪), নূসরাত আক্তার (১০), জান্নাতুন মাওয়া (৮), আলেয়া বেগম (২২), উম্মে তায়িবা আক্তার (৬), আয়মান আক্তার (৬), রুবাইয়া আক্তার (৬) এবং সাদিয়া খাতুন (৬)।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স হাসিম খান বলেন, ‘দগ্ধ ৯ ছাত্রী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।’
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, ‘দগ্ধদের মধ্যে তিনজনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে, বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাহারুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে আহতের ঘটনায় তদন্ত চলছে। প্রাথমিকভাবে এটিকে একটি দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে।’
বিডি-প্রতিদিন/আশফাক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        