খাগড়াছড়িতে ''দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই''- এই প্রতিপাদ্য নিয়ে গণসচেতনতা সৃষ্টি ও জ্ঞান চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হচ্ছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) খাগড়াছড়ি কুমিল্লাটিলা আইডিয়াল হাই স্কুল অডিটোরিয়াম ছাত্র-ছাত্রীদের মাঝে রচনা ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটির খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি বাবু তরুণ কুমার ভট্টাচার্য।
এ ছাড়াও এসময় স্কুলের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয় রাঙামাটির সহযোগিতায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি খাগড়াছড়ি এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিডি-প্রতিদিন/তানিয়া