২১ মে, ২০১৯ ১০:০২

অস্ট্রেলিয়া না! বিশ্বকাপে কাকে ফেভারিট মানছেন পন্টিং?

অনলাইন ডেস্ক

অস্ট্রেলিয়া না! বিশ্বকাপে কাকে ফেভারিট মানছেন পন্টিং?

ফাইল ছবি

আসন্ন ক্রিকেট বিশ্বকাপ নিয়ে উত্তাপ ছড়িয়ে পড়েছে সর্বোত্র। এবারের ফেভারিট দল কোনটি? সেমি ফাইনালে খেলতে পারে কোন চারটি দল? কিংবা চমক দেবে কোন দল? এসব নিয়ে নানা ভবিষ্যদ্বাণী তো চলছেই। বিশেষজ্ঞরাও মতামত জানাচ্ছেন একে একে। এবার বিশ্বকাপে ফেভারিট দল বেছে নিলেন দুই বারের বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক রিকি পন্টিং। ২০১৯ সালের বিশ্বকাপে পন্টিংয়ের বাজি ইংল্যান্ড।

বিশ্বকাপে কেন পন্টিংয়ের ফেভারিট ইংল্যান্ড তাঁর ব্যাখ্যাও দিয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। পন্টিংয়ের মতে, "ইংল্যান্ড কেন ফেভারিট! তার পিছনে প্রাথমিকভাবে দু'টো কারণ রয়েছে। সীমিত ওভারের ফরম্যাটে ইদানিংকালে ইংল্যান্ড খুব ভালো খেলতে শুরু করেছে। আর বিশ্বকাপটা হবে তাদের ঘরের মাঠে ইংল্যান্ডে। স্বাভাবিকভাবেই তারা হোম অ্যাডভান্টেজ পাবে। ইংল্যান্ডে বিশ্বকাপে খেলতে নামবে আইসিসি'র এক নম্বর ওডিআই দল হিসেবে। পাকিস্তানকে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ৪-০ তে হারিয়েছে। আর সব ম্যাচেই ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ৩৪০ ওপর রান করেছে।" 

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর