২৬ মে, ২০১৯ ১২:০৬

জয়ের জন্যই মাঠে নামবেন টাইগাররা

অনলাইন ডেস্ক

জয়ের জন্যই মাঠে নামবেন টাইগাররা

ফাইল ছবি

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আজ থেকে। পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে এই মিশন শুরু করতে যাচ্ছে টাইগাররা।

যদিও এটি আনুষ্ঠানিক কোনো ম্যাচ নয়। এই ম্যাচে পনেরো জন খেলোয়াড়ের সবাই ঘুরেফিরে খেলতে পারবেন। এমনকি এসব ম্যাচের রেকর্ডও সংরক্ষণ করা হবে না। তারপরও এই ম্যাচ গুরুত্বপূর্ণ। কারণ বিশ্ব ক্রিকেটের মহারণে নামার আগে পাকিস্তানের বিপক্ষে আজকের অনুশীলন ম্যাচ দিয়েই এবারের বিশ্বকাপের আনুষ্ঠানিকতা শুরু হবে বাংলাদেশের।

পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ বলেন, ‘ম্যাচ মানে ম্যাচ তা হোক চূড়ান্ত বা প্রস্তুতি, জয়ের জন্যই মাঠে নামবে দল।’

কার্ডিফের সোফিয়া গার্ডেনসে শনিবার অনুশীলন শেষে বলেন, ‘মোটেও গা-ছাড়া ভাব নিয়ে খেলব না। আমাদের কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। প্রস্তুতি ম্যাচ ভালো খেলতে পারলে বিশ্বকাপের ম্যাচে গিয়ে আরও সহজ মনে হবে। জানেনই তো, বিশ্বকাপের ম্যাচে অনেক চাপ থাকবে। এখানে যদি শতভাগ দিতে পারি, ওখানে কাজটা সহজ হয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘ম্যাচ জিতলে অনেক আত্মবিশ্বাসী হওয়া যায়। প্রস্তুতি ম্যাচ, এটা আমাদের মাথায় নেই। অবশ্যই আমাদের জিততে হবে। যেটা বললাম, ম্যাচ জিতলে আত্মবিশ্বাস বাড়ে। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে যেভাবে খেলেছি, ওটা ধরে রাখতে পারলে আশা করি ভালো হবে।’

কার্ডিফে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর