এবারের ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলবে ভারত বনাম ইংল্যান্ড। কে বললেন এ কথা? যিনি বলেছেন, তিনি কোনো ক্রীড়াবিদ নন। তিনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয়, কিংবা বিনোদন জগতের লোক। তিনি সুন্দর পিচাই। গুগলের সিইও।
৪৬ বছরের পিচাই জানান, তিনি ক্রিকেটের ভক্ত। পিচাই বলেছেন, ‘ভারত-ইংল্যান্ড ফাইনাল হওয়া উচিত। তবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও খুব ভাল দল।’ ওয়াশিংটনে এক অনুষ্ঠানে একথাই বলেছেন পিচাই।
তিনি আরও বলেছেন, ‘ক্যালিফোর্নিয়ায় আসার পর বেসবলের প্রতি আকৃষ্ট হয়েছি। তবে খেলা শেখাটা বেশ চ্যালেঞ্জিং। বেসবলে যেমন বলকে সঙ্গে নিয়ে ছুটতে হয়। ক্রিকেটে কিন্তু আবার ব্যাট হাতে নিয়েই রান নিতে ছোটে ব্যাটসম্যানরা। তবে আমার মতে, বেসবলে কাজটা বেশি কঠিন।’
পিচাইয়ের কথায় উঠে এসেছে, ‘চার বছর অন্তর আসে বিশ্বকাপ। উত্তেজনা থাকে। ভারতীয় দলের জন্য রইল শুভেচ্ছা।’
বিডি-প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ