১৯ জুন, ২০১৯ ১৯:৪৫

আমলার বিদায়ে কোণঠাসা প্রোটিয়ারা

অনলাইন ডেস্ক

আমলার বিদায়ে কোণঠাসা প্রোটিয়ারা

২৭ ওভার ৪ বলের মাথায় বিদায় নেন আমলা। তবে যাওয়ার আগে নিজের নামের পাশে জুড়ে নিলেন নতুন রেকর্ড। ২৪ রান করে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৮ হাজারি ক্লাবে নাম লেখালেন এই ব্যাটসম্যান। আমলার পর ৩২ ওভার ৪ বলের মাথায় ব্যক্তিগত ৩৮ রান করে বিদায় নেন মার্করাম।

এরপরই ব্যাটিং বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৩৭ ওভারে প্রোটিয়াদের সংগ্রহ ১৫৬ রান। ভ্যান ডার ডুসেন ২১ আর ডেভিড মিলার ৭ রান করে ক্রিজে আছেন।

টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। আউট ফিল্ড ভেজা থাকায় নির্ধারিত সময় বিকাল সাড়ে ৩টার পরিবর্তে ৫টায় ম্যাচ শুরু হয়। ম্যাচ শুরুতে বিলম্বের কারণে খেলা এক ওভার কমিয়ে ৪৯ ওভারে নির্ধারিত হয়েছে।

বিশ্বকাপে শুরু থেকে দুর্দান্ত ফর্মে রয়েছে নিউজিল্যান্ড। প্রথম চার ম্যাচের তিনটিতেই জিতেছে তারা। আর ভারতের বিপক্ষে একটি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই ম্যাচ জিতে গেলে শেষ চারের পথে অনেকটাই এগিয়ে যাবে কিউইরা। অপরদিকে পাঁচ ম্যাচ থেকে মাত্র তিন পয়েন্ট নিয়ে থাকা দক্ষিণ আফ্রিকার শেষ চারে যাওয়ার আশা বলা যায় শেষ।

বিডি প্রতিদিন/১৯ জুন, ২০১৯/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর