২০ জুন, ২০১৯ ২৩:৫১

বিদায় নিলেন মাহমুদউল্লাহ-সাব্বির

অনলাইন ডেস্ক

বিদায় নিলেন মাহমুদউল্লাহ-সাব্বির

ট্রেন্ট ব্রিজে আজ আগে ব্যাট করে বাংলাদেশকে ৩৮২ রানের টার্গেট দিয়েছে অস্ট্রেলিয়া। ডেভিড ওয়ার্নারের অনবদ্য সেঞ্চুরির উপর ভর করে এই রান করে অসিরা।

এদিকে, জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে টাইগাররা। এরই মধ্যে ব্যাট হাতে ৬ উইকেটের বিনিময়ে তিনশ' রান পার করেছে টাইগাররা। 

দুর্দান্ত এক ইনিংস খেলে বাংলাদেশকে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তুলে নিয়েছিলেন নিজের ওয়ানডে ক্যারিয়ারের ২১তম ফিফটি। তবে সেখানেই থেমে থাকেননি। তার ব্যাট কথা বলেই যাচ্ছিল। কিন্তু নাথান কোল্টার-নাইলের করা ইনিংসের ৪৬তম ওভারে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন রিয়াদ। বিদায়ের আগে তার ব্যাট থেকে আসে ৫০ বলে ৬৯ রানের ইনিংস। তার বিদায়ের পর ক্রিজে এসে মুখোমুখি হওয়া প্রথম বলেই বোল্ড হয়ে ফিরে যান চলতি বিশ্বকাপে এই প্রথম সুযোগ পাওয়া সাব্বির রহমান।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর