২৫ জুন, ২০১৯ ০২:১৫

শ্রীলঙ্কাকে হটিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে গেল টাইগাররা

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কাকে হটিয়ে পয়েন্ট টেবিলে এগিয়ে গেল টাইগাররা

ইংল্যান্ডের সাউথাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখার ম্যাচে ৬২ রানের দুর্দান্ত এক জয় তুলে নেয় বাংলাদেশ। এ জয়ের ফলে সেমির আশা টিকিয়ে রাখলেন মাশরাফিরা। এছাড়া শ্রীলঙ্কাকে হটিয়ে বিশ্বকাপের পয়েন্ট টেবিলে ফের পাঁচে উঠে এলো বাংলাদেশ।

বর্তমানে ৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়া। ৫ ম্যাচে ৯ পয়েন্টে তিন নাম্বার অবস্থানে রয়েছে ভারত। সমান ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া স্বাগতিক ইংল্যান্ড চারে রয়েছে। আর ৭ ম্যাচে সমান ৭ পয়েন্ট নিয়ে পঞ্চম বাংলাদেশ। অন্যদিকে ৬ ম্যাচে শ্রীলঙ্কার সংগ্রহ ৬ পয়েন্ট।

ম্যাচ জয়ের পেছনে সাকিব আল হাসান গুরুত্বপূর্ণ অবদান রাখেন। মাঠে নেমে ব্যাট হাতে করেছেন ৫১ রান। অন্যদিকে বল হাতেও দেখিয়েছেন নৈপুণ্য। ১০ ওভার বল করে এক মেডেনসহ মাত্র ২৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। তাই যথারীতি ম্যাচ সেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতেই।    

এর আগে সাউদাম্পটনে আফগানিস্তানের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৬২/৬ রান করে টাইগাররা। 

টাইগারদের দেওয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪৭ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে আফগানিস্তান। ম্যাচে ২৬২ রানের পুঁজি নিয়েও ৬২ রানের দাপুটে জয় পায় বাংলাদেশ।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর