ইংল্যান্ডের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়া। ম্যাচ শেষে হতাশা লুকাতে পারলেন না দলীয় অধিনায়ক অ্যারন ফিঞ্চ। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, আমরা যেভাবে বিশ্বকাপ শেষ করেছি তা খুবই হতাশাজনক। সম্ভবত আমরা এই টুর্নামেন্টে আমাদের সবচেয়ে বাজে খেলাটাই সেমিফাইনালে খেলেছি। তাই এটা সত্যিই হতাশাজনক।
ফিঞ্চ আরও বলেন, ১২ মাস আগে আমরা যে অবস্থানে ছিলাম, অবশ্যই সেখান থেকে আমরা প্রচুর উন্নতি করেছি। দলের সবাইকে নিয়ে আমি গর্বিত, সবাই অনেক বেশি কঠোর পরিশ্রম করেছি এবং তার জন্য আমরা এত দূর আসতে পেরেছি। কিন্তু একই সাথে আমরা আজ (গতকাল বৃহস্পতিবার) এখানে সেমিফাইনাল জিততে এসেছিলাম এবং আরও একটি বিশ্বকাপ জেতার অবস্থানে নিজেদের নিয়ে যেতে এসেছিলাম।
বৃহস্পতিবার ইংল্যান্ডের কাছে সেমিফাইনালের খেলায় ৮ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। ফাইনালে ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী নিউজিল্যান্ড।
সূত্র: ক্রিকইনফো
বিডি প্রতিদিন/ফারজানা